মুসলিম মেয়ের সম্পত্তিতে আত্মীয়দের হক কেন?                         

মুসলিম উত্তরাধিকার সম্পত্তি আইনে কোন দম্পতির কেবল মেয়ে থাকলে, তাঁদের মৃত্যুর পর মেয়েরা পুরো সম্পত্তির অধিকার পাননা। কিছুটা সম্পত্তিতে পিতা-মাতার নিকট আত্মীয়দের হক বর্তায়। ছেলে এবং মেয়ে উভয়েই থাকলে বা শুধু ছেলে থাকলে সম্পত্তি আর আত্মীয়রা পান না। সম্পত্তি বণ্টনের এই বৈষম্য মেয়েদের মনে জাগিয়ে তুলছে নিরাপত্তাহীনতা ও অসম্মানবোধ। অপমানের জ্বালা নিয়ে আইন সংস্কারের দাবি তুলছেন তাঁরা।

by সিউ প্রতিবেদক | 19 October, 2023 | 1652 | Tags : muslim women inheritance law patriarchy discrimination only daughter india